৳ ৮০০ ৳ ৭২০
|
১০% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
আশাপূর্ণা দেবী কেবল বাংলা সাহিত্যেই নয়, বাঙালি জীবনেও এক বিস্ময়। কোনও আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও এই মহীয়সী নারী নিতান্ত ঘরােয়া ও আটপৌরে সংসারের মধ্যে থেকেই রচনা করেছেন একের পর এক অবিস্মরণীয় সাহিত্য। শ্রেষ্ঠহের বরমাল্য তিনি জয় করেছেন আপন আত্মাশক্তিতেই। নারীচরিত্র সৃজনের অসামান্য দক্ষতাই শুধু নয়, যে-কোনও মহান প্ষ্টর মতােই তিনি চিনতেন মানুষের অন্তরমহল। তার আশ্চর্য অনুভব "মানুষের যতটুকু দেখি সেটকুই তার সব নয়, যেটা দেখি না সেটাও অনেকখানি।" এই না-দেখাটুকুতেই যে আলাে ফেলতে হয় সাহিত্যশ্রষ্টাকে, তা জানতেন বলেই আশাপূর্ণা কালাে্তীর্ণ সাহিত্যিক। নারী ও পুরুষ মিলিয়েই যে-মানুষ, তাই ছিল তার আরাধ্য। সামগ্রিকভাবে তার গল্প-উপন্যাসের চরিত্রেরা মধ্যবিত্ত বাঙালি। মধ্যবিত্ত বাঙালি পরিবারের নান। মূল্যবােধ, যেগুলি বহু ভাঙনেও এখন ও বহমান, আশাপূর্ণার সাহিত্যে সেগুলিই চিরস্থায়িত্ব লাভ করেছে। ৩র বিপুল স্বর্ণভাণ্ডার থেকে চয়ন করে পূর্বেই আনন্দ থেকে প্রকাশি৩ হয়েছে দশটি উপন্যাস", যা পাঠক-সমাদৃত। এবার প্রকাশ করা হল "দশটি উপন্যাস'-এর আরও একটি খণ্ড। এই খ্ডে সংকলিত হয়েছে পুতুলের গল্প, বিজয়িনী, পরিচয়ের শেষকথা, শব সাধক, দায়বদ্ধ, এক আত্মঘাতের প্রেক্ষাপটে, পুরনাে কলকাতার একটি অন্তঃপুরের কাহিনী, মুহূর্তের কারসাজি, জানা-অজানা এবং তমােনাশের ভ্ৰমনাশ। অমূল্য এই উপন্যাসগুলি এ-যাবং গ্রন্থাকারে অপ্রকাশিত।
Title | : | দশটি উপন্যাস -২ |
Author | : | আশাপূর্ণা দেবী |
Publisher | : | আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
ISBN | : | 9789350401965 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 442 |
Country | : | India |
Language | : | Bengali |
আশাপূর্ণা দেবী (৮ জানুয়ারি ১৯০৯ – ১৩ জুলাই ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং শিশুসাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। বাংলা ছাড়া দ্বিতীয় কোনও ভাষায় তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও। কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণশক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন। তার প্রথম প্রতিশ্রুতি-সুবর্ণলতা-বকুলকথা উপন্যাসত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। তার একাধিক কাহিনি অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র। দেড় হাজার ছোটোগল্প ও আড়াইশো-র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি ফেলোশিপে ভূষিত করেন।
If you found any incorrect information please report us